• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বউ বাজারে আগুন : আরও একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৬:৪২ পিএম
বউ বাজারে আগুন : আরও একজনের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় আগুনের ঘটনায় দগ্ধ নুরুন্নবী (৫১) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে একই ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় নুরুন্নবী। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

ডা. এসএম আইউব হোসেন বলেন, “এই ঘটনায় আরও একজন চিকিৎসাধীন। রামপুরা বউ বাজারে ভাঙাড়ির দোকানে আগুনে পাঁচজন দগ্ধের ঘটনায় এই নিয়ে মোট ৪ জনের মৃত্যু হলো।

এর আগে গত ২ মার্চ দিনগত রাত পৌনে দুইটার দিকে রামপুরা বউবাজার রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙাড়ির দোকানে আগুনের ঘটনা ঘটে।

ঘটনার দিন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ চার শ্রমিক একটি পিকআপভ্যানে ভাঙাড়ি মালপত্র উঠানো হচ্ছিল। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও চার শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Link copied!