রাজধানীর হাজারীবাগে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ইয়াসিন (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে জখম করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত ইয়াসিনের মামা মো. আলী জানান, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে জিমের নেতৃত্বে সাব্বির, আশিক ও রায়হানের সঙ্গে মারামারি হয়। গতকাল ইয়াসিরকে একা পেয়ে তারা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
মো. আলী আরও জানান, থানায় একটি মামলা করা হয়েছে। এরা সবাই কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।