• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে প্রেস কর্মচারীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:৫৮ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে প্রেস কর্মচারীর মৃত্যু

রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকায় ‘পলি প্রেস’ নামের একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মিল্টন (৩০)।

শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১১টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. তুহিন বলেন, “আমরা সবাই ‘পলি প্রেস’ নামে একটি বইয়ের কারখানায় কাজ করি। কাজ করার সময় মিল্টন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

নিহত মিল্টন ডেমরার মাতুয়াইল নগর জিরো পয়েন্ট এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় বলে জানান তুহিন। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মিল্টন নামের একজন বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।” 

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Link copied!