• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রেমিকের বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৯:২৫ এএম
প্রেমিকের বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর কদমতলীতে প্রেমিকের বাসা থেকে সাদিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ঘটনায় প্রেমিক মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উত্তর মুরাদপুরের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা একই গ্রামের নজরুল ইসলামের সঙ্গে ১২ বছর আগে ইতির বিয়ে হয়। নজরুল-সাদিয়ার দুটি ছেলেসন্তান রয়েছে। তিন মাস আগে স্বামী-সন্তান রেখে ঢাকায় চলে আসেন সাদিয়া। এরপর তিনি স্বামী নজরুলকে তালাকের নোটিশ পাঠান।

গত ১০ জানুয়ারি থেকে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন মেহেদী ও সাদিয়া। রোববার দুপুরে মেহেদী নিকটস্থ থানায় গিয়ে বলেন, সাদিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Link copied!