প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী দুবাই সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয় এই আমন্ত্রণ জানানো হয়।
দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব ও গত পাঁচ দশকে তাদের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন। এ সময় তারা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু বিশেষ অনুষ্ঠান আয়োজনে সম্মত হন।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পৃক্ততা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা, বর্ধিত বিমান ও সামুদ্রিক সংযোগ, বিশেষ করে দুই দেশের সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি শিপিং সংযোগ স্থাপন এবং নির্বিঘ্নে সরাসরি কার্গো ফ্লাইট চালু করার বিষয়ে পারস্পরিক প্রতিশ্রুতি তুলে ধরেন। উভয় পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা, আইসিটি, আইওটি এবং ডিজিটালাইজেশনে সহযোগিতার ক্ষেত্রে নতুন রূপ তুলে ধরতে সম্মত হন, যাতে সম্পর্ককে আরও উন্নীত করা যায়।