স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের ১০ কোটি মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জাহিদ মালেক বলেন, “প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো (টিকা) দেওয়া হয়েছে। টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে।”
মন্ত্রী বলেন, “ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।”
যে টিকা পাওয়া যাবে, সেটি নিতে হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, “এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা এখনো হাতে আছে।”
জাহিদ মালেক আরও জানান, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনো টিকা নেননি।