• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তার বদলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৩:৫৪ পিএম
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাসহ মোট তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ। 

ডিএমপি জানায়, রোববার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়াদের মধ্যে ডিএমপি ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদকে ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলামকে ডিবি মতিঝিল বিভাগে এবং গুলশান বিভাগের (পেট্রোল-গুলশান) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেনকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

একইসঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!