পুকুরে শিশুর লাশ, পাল্টাপাল্টি অভিযোগ মা-বাবার


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:০২ পিএম
পুকুরে শিশুর লাশ, পাল্টাপাল্টি অভিযোগ মা-বাবার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাপাড়া এলাকায় সামিউল (৬) নামের এক শিশু নিখোঁজের তিনদিন পর বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

সামিউলের মৃত্যু নিয়ে পুলিশের কাছে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন তার বাবা-মা।

সামিউলের মা ফরিদা বেগম ও ভাই মিজানকে অভিযুক্ত করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন বাবা আব্দুল করিম। অপরদিকে আব্দুল করিমকে অভিযুক্ত করে পাল্টা অভিযোগ করেছেন ফরিদা বেগম।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যার পর থেকে ওই শিশু নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ির পুকুরে সামিউলের ভাসমান লাশ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!