• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পিলখানা হত্যাকাণ্ড জাতির জন্য কলঙ্কজনক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০১:০১ পিএম
পিলখানা হত্যাকাণ্ড জাতির জন্য কলঙ্কজনক

পিলখানা হত্যা দিবস জাতির জন্য বেদনা-বিধুর ও কলঙ্কজনক দিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের পর তদন্ত হয়েছে, এর বিচারকাজ হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে। এত বড় একটি হত্যাকাণ্ড হঠাৎ করেই হয়নি। এর পেছনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল। কিন্তু কথা হচ্ছে কেন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারেনি? আবার যদি জানতে পারেন, তাহলে কেন এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না।”

এ সময় জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী।

Link copied!