• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পিকআপের ধাক্কায় আহত যুবকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৩:০৮ পিএম
পিকআপের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত মো. রোস্তম আলীর (৩৭) মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই মোহাম্মদ আলী বলেন, ‍“নিহত রোস্তম যাত্রাবাড়ী আড়তের সবজি ব্যবসায়ী ছিলেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর কাজলা বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।”

মোহাম্মদ আলী আরও বলেন, “আমাদের বাসা যাত্রাবাড়ী দনিয়া সনটেক রোড এলাকায়। নিহত রোস্তমের একটি মেয়ে রয়েছে।”

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

Link copied!