প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত হয়ে ভার্চুয়ালি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
করোনা পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব অনুষ্ঠিত হয়নি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনের আগে চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
এসএসসিতে এ বছর গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, সিলেট বোর্ডে ৯৬.৭৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০.১৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৬.২৭ শতাংশ, যশোর বোর্ডে ৯৩.০৯ শতাংশ, ঢাকা বোর্ডে ৯০.১২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৪.৭১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৪.৮০ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৯৭.৫২ শতাংশ।