পরীমনির জামিন শুনানি ১৩ সেপ্টেম্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১২:৩০ পিএম
পরীমনির জামিন শুনানি ১৩ সেপ্টেম্বর
প্রিজনভ্যানে চিত্রনায়িকা পরীমনি

আবারও চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী মুজিবুর রহমান।

রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তিনি। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ ১৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নিজেই।

এর আগে শনিবার (২১ আগস্ট) তৃতীয় দফায় ৭ দিন রিমান্ড শেষে পরীমনিকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ হাকিম আশেকে ইমাম। এদিন পরীমনির পক্ষ থেকে জামিন আবেদন করা হয়নি।

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমনিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড দেন আদালত। এর আগে পরীমনিকে প্রথম দফায় চার দিন, দ্বিতীয় দফায় দুদিন এবং তৃতীয় দফার এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করা হয় র‍্যাবের পক্ষ থেকে। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। এরপর রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে র‍্যাব সদর দপ্তর থেকে পরীমনি, রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যায় র‍্যাবের একটি দল। এরপর র‍্যাব বাদী হয়ে পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

Link copied!