• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৩:৪৪ পিএম
পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ নেয়।

এসময় মূল রাস্তায় চলাচলকারী গণপরিবহনগুলো অবরোধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। ‘শিক্ষা নিয়ে বৈষম্য, মানি না মানবো না’সব বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে কয়েক দফা দাবি তুলে ধরে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী সূচি, লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী নাহিদ মিয়াজী নিরা প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো হঠাৎ করেই করোনার দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এসব মানি না। যে করেই হোক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।”

শিক্ষার্থীদের অভিযোগ, “যেখানে বাণিজ্যমেলা চলছে, শপিংমলে লেগে থাকে সবসময়, সেখানে আমাদের পরীক্ষাগুলো কীভাবে বন্ধ হয়?”

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা চলমান থাকলে তাদের পরীক্ষাও নিতে হবে বলে দাবি করেন তারা। পরীক্ষা শেষ না হয়ে সেশনজটে পড়লে বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান শিক্ষার্থীরা।

নিউ মডেল কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, ‘‘করোনারোধে কোনো কারণ ছাড়াই ৪র্থ বর্ষের বাকি থাকা ৩টা পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে বাণিজ্য মেলা, শপিংমল খোলা রয়েছে। আমরা অনলাইন বা অফলাইনে যেভাবেই হোক পরীক্ষা দিতে চাই।’’ 

লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী নাহিদ মিয়াজী নিরা বলেন, ‘‘আমাদের শেষ বর্ষের কয়েকটা পরীক্ষা মাত্র বাকি ছিল। সবজায়গায় সবকিছু চলছে, পরীক্ষা নিলে ৯ থেকে ১০ দিন সময় লাগতো। আমাদের দাবি মানতে হবে। আমরা পরীক্ষা দিতে চাই।’’

মানবন্ধনে তেজগাঁও কলেজ, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, লালমাটিয়া মহিলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে সোমবার পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর ফার্মগেট চত্বরে মানববন্ধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Link copied!