• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পদোন্নতি পেলেন কাস্টমসের ১৬৩ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১২:৫৪ পিএম
পদোন্নতি পেলেন কাস্টমসের ১৬৩ জন

কাস্টমস বিভাগের ১৬৩ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ‘রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. আহসান হাবিব সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তাদের নবম গ্রেড স্কেলে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হলো। 

এছাড়া অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে ২৫ নভেম্বর এক আদেশে ২৪ জন কর্মকর্তাকে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছিল এনবিআর। এক সপ্তাহের মাথায় আবার একই পদে পদোন্নতি দেওয়া হলো।


 

Link copied!