• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পঞ্চম ধাপে বিনা ভোটে জয়ী ১৯৩ প্রার্থী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৩:২১ পিএম
পঞ্চম ধাপে বিনা ভোটে জয়ী ১৯৩ প্রার্থী

আসন্ন পঞ্চম ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী।

সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, আগামী ৫ জানুয়ারি দেশের ৯৬ উপজেলার ৭১৪টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ১৯৩ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন ও সাধারণ সদস্য পদে ১০৯ প্রার্থী রয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন ও সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে দেশে তিন ধাপের ইউপি ভোট সম্পন্ন করেছে ইসি। চতুর্থ ধাপের ভোট হবে আগামী ২৬ ডিসেম্বের। আর ষষ্ঠ ধাপের ভোট হবে আগামী ৩১ জানুয়ারি।

Link copied!