• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিলে পরিবর্তন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৬:৪৯ পিএম
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিলে পরিবর্তন

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, “পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।”

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে কমিশন সভা শেষে পঞ্চম ধাপের ইউপি ভোটের পুনর্তফসিলের কথা জানান হুমায়ুন কবীর।

এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়।

পঞ্চম ধাপের ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে অন্যান্য দিনক্ষণে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, “মনোনয়নপত্র জমার শেষ সময় ৭ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর, বাছাই ৯ ডিসেম্বরের পরিবর্তে ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর করে পুনর্তফসিল করা হয়েছে।”

ভোট ৫ জানুয়ারিই হবে বলে জানান ওই কর্মকর্তা।

Link copied!