• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
লঞ্চে আগুন

নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ১২:৫৮ পিএম
নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্মসচিব তোফায়েল আহমেদকে আহ্বায়ক এবং উপসচিব আমিনুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। এই কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধদপ্তর, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হওয়া লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিলেন। পথে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে দুর্ঘটনার শিকার হয় লঞ্চটি। লঞ্চ থেকে বেঁচে ফেরা যাত্রীরা জানা, লঞ্চের ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। যাত্রীদের অভিযোগ, লঞ্চতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় দগ্ধ ৭০ জনকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৫ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারক করছেন। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের প্রায় পাঁচটি ইউনিট কাজ করছে। 

এদিকে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শন করতে ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

Link copied!