• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনী তফসিল নতুন করে না দেওয়ার অনুরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৯:৪৯ পিএম
নির্বাচনী তফসিল নতুন করে না দেওয়ার অনুরোধ
৫ জানুয়ারি তোলা ভোটারদের লাইন/ ছবি : সংবাদ প্রকাশ

করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে দেশে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় নতুন করে বিধিনিষেধ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে সেটা প্রজ্ঞাপন আকারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দু-এক দিনের মধ্যেই জারি করা হবে। 

এ পরিস্থিতিতে নতুন করে নির্বাচনি কোনো তফসিল না দিতে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর।

বুধবার (৫ জানুয়ারি) জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আহমেদুল কবীর গণমাধ্যমকে বলেন, “দেশে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার চার শতাংশ ছাড়িয়ে গেছে। যা কিনা মাত্র কয়েক দিন আগেও ২ শতাংশের নিচে ছিল। জনসমাগম যেন না হয়, সেদিকে এখন বিশেষ নজর দেওয়া উচিত। নির্বাচন যেগুলোর অলরেডি শিডিউল করা আছে, সেগুলো শেষ করে নতুন করে দেওয়ার আগে চিন্তা করা উচিত। জনসমাগম হওয়া মানেই কেস (রোগী) বেড়ে যাওয়া।”

আহমেদুল কবীর বলেন, “আমরা তাদের চিঠিও দিতে পারি না। কিন্তু সামগ্রিক অবস্থায় এখন যেকোনো রকমের জনসমাগম অ্যাভয়েড করা ভালো। এগুলা চোখে দেখে চুপ করে থাকা যায় না।”

তবে রোগী শনাক্ত কেন এভাবে বাড়ছে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে কবির বলেন, “সরাসরি এটা বলা সম্ভব নয়। তবে আমরা স্বাস্থ্যবিধি মানায় যে অনীহা দেখিয়েছি, এটা তার অন্যতম ফলাফল। করোনা দেশে রয়ে গেছে, ডেল্টাই তো রয়ে গেছে। সে ক্ষেত্রে ডেল্টা হোক আর ওমিক্রন বা অন্য কোনো ভ্যারিয়েন্ট-প্রতিরোধ করার উপায় তো একটাই।”

এছাড়া ভ্যারিয়েন্ট নিয়ে না চিন্তা করে সর্তকতার জায়গাটা নিশ্চিত করা উচিত বলেন তিনি।

Link copied!