• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরেননি মুরাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১১:৩১ এএম
নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরেননি মুরাদ

টিকিট কেটেও নির্ধারিত ফ্লাইটে দুবাই থেকে দেশে ফেরেননি সদ্য মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসান।

রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় প্লেনটি ঢাকায় অবতরণ করলেও তিনি এই ফ্লাইটে আসেননি।

জানা গেছে, মুরাদ হাসান ফ্লাইট পরিবর্তন করে অন্য কোনো ফ্লাইটে ঢাকায় আসতে পারেন। সে ক্ষেত্রে রোববার বিকেলেও ফিরতে পারেন।

এর আগে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিতর্কের মুখে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ হাসান। কিন্তু কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। পরে দুবাইগামী একটি প্লেনে তাকে তুলে দেওয়া হয়।

ডা. মুরাদ হাসান দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ভিসা না থাকায় তিনি আরব আমিরাতে ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশ্যে প্লেনের টিকিট কাটেন।

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন মুরাদ হাসান। পরে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান তিনি।

Link copied!