• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিরাপদ সড়কের দাবীতে সাইকেল র‌্যালি করবেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০১:০৯ পিএম
নিরাপদ সড়কের দাবীতে সাইকেল র‌্যালি করবেন শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য শোক পালন করেছেন শিক্ষার্থীরা। 

সোমবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এদিন বৃষ্টি উপেক্ষা করে রামপুরা ব্রিজে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বৈরি আবহাওয়ার কারণে এ কর্মসূচি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টির কারণে আপাতত আন্দোলনের কর্মসূচি স্থগিত করা হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা সোহাগী সামিয়া বলেন, “আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত আমরা মাঠে নামছি না। তবে আবহাওয়া ঠিক হওয়ার পরে আমরা একটি সাইকেল র‌্যালি করব। মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের স্কুল (একরামুন্নেছা স্কুল এন্ড কলেজ) থেকে নাঈমের (নটর ডেম কলেজ)  কলেজ পর্যন্ত আমরা সাইকেল র‌্যালি করব। তার তারিখ আমরা আপনাদের পরে জানিয়ে দেব।”

সোহাগী সামিয়া আরো বলেন, “নাঈমের কলেজে গিয়ে আমরা মোমবাতি প্রজ্বলন করব। এছাড়া আমরা একটি ছাত্রশিক্ষক সমাবেশ করব। এই দুইটা কর্মসূচি আমরা সামনে রেখেছি। এই দুইটা কর্মসূচি পালান করার পর ভবিষ্যত কর্মসূচি জানাবো।”

 

Link copied!