• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০১:৪৯ পিএম
নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আজও রাস্তায় নেমেছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার থেকে ধানমন্ডি-২৭ নম্বর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে তারা।

এ সময় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও গণপরিবহনের হাফ পাসের দাবিতে এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এতে ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে মিরপুর-নিউমার্কেট সড়কের যান চলাচল সীমিত হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। কিন্তু দোষীদের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। তাই তারা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন।

মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলেন, “সরকারের ঘোষণা অনুযায়ী বিআরটিসির বাসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। কিন্তু সব রাস্তায় বিআরটিসির বাস চলে না, আবার চললেও সংখ্যায় খুবই কম। তাই শুধু বিআরটিসি নয়, সব বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।”

ঘটনাস্থলের পাশে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!