“পৃথিবীতে সব সময় দ্রব্যমূল্য বেড়েছে, কখনো কমেনি। দেখতে হবে দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না। গত ১৩ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে সাড়ে চার গুণ, আর নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতাও তার কাছাকাছি বেড়েছে।”
বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদ আয়োজিত দাদাভাই স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে সব ভোগ্যপণ্যের দাম কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে আগে দাবি করা হতো শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। এখন একজন শ্রমিক ১২-১৫ কেজি চালের মূল্যের সমান মজুরি পায়। কাজেই মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।”
এ সময় বিএনপি নেতাদের দাবির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই সারা দেশে তারা কর্মসূচি পালন করেছে। নির্বিঘ্নে সেগুলো হয়েছে। তবে কোনো কোনো জায়গায় নিজেরা নিজেরা মারামারি করেছে। তারা কর্মসূচি পালন করতে চাইলে করতে পারছে। কিন্তু সমাবেশ করতে গিয়ে যদি বিশৃঙ্খলা করে বা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, যা জনজীবনে বিপত্তি ঘটায়, তখন তো পুলিশকে ব্যবস্থা নিতে হয়।”
অনুষ্ঠানে প্রথমবারের মতো দাদাভাই স্মৃতিপদক ও আজীবন সম্মাননা পেলেন চার বিশিষ্ট ব্যক্তি। স্মৃতিপদক পাওয়া তিনজন হলেন সাংবাদিক ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ছড়াকার ক্যাটাগরিতে ফারুক হোসেন ও গীতিকার ক্যাটাগরিতে মো. মঞ্জুর উল আলম চৌধুরী। এছাড়া আজীবন সম্মাননা দেওয়া হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মো. জাকারিয়া পিন্টুকে।
চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেল। অনুষ্ঠান থেকে প্রতিবছর এই পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে।