রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোন যশোরে বাবার কাছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়। আগেরদিন আদাবর এলাকার একটি বাসা থেকে এসএসসির দুই পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়।
নিখোঁজের পর তাদের খালা আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আদাবরের শেখেরটেকে খালার বাসা থেকে তারা তিনজন বের হয়েছিল। তাদের টিকটকে আসক্ত ছিল।
তারা হলো একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া, মেজ বোন জয়নব আরা ও ছোট বোন খাদিজা আরা। জয়নব আরা ও খাদিজা আরা এ বছরের এসএসসি পরীক্ষার্থী।
নিখোঁজ তিন বোনের খালা সাজিদা নওরীন জানান, ওই তিন বোনের মা তিন বছর আগে মারা গেছেন। তাদের বাবা অন্যত্র বিয়ে করেন। তারপর থেকে তিন বোন তাদের ছোট খালার সঙ্গে থাকত। জয়নব ও খাদিজার এসএসসির পরীক্ষাকেন্দ্র ছিল ধানমন্ডি গার্লস হাইস্কুলে। তাই তারা নওরীনের বাসায় থেকে পরীক্ষা দিচ্ছিল। এর মধ্যেই হঠাৎ তারা তিনজন একসঙ্গে বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়।
সাজিদা নওরীন আরও জানান, তার তিন ভাগনি টিকটকে আসক্ত ছিল। তারা যাওয়ার সময় তাদের পিএসসি, জেএসএসসির সার্টিফিকেট, টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমেন জানান, ওই বাসার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তিনজন ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায়।