• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নবজাতকের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৮:৩৬ এএম
নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের জীন হুজুরের গলি এলাকায় রাস্তা থেকে একদিন বয়সী একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুুপর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সায়েদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই নবজাতকের ডান পা স্বাভাবিক ও বাম পা বিচ্ছিন্ন ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে।

মো. সায়েদুল ইসলাম জানান, কে বা কারা ওই নবজাতকটি অসৎ উদ্দেশ্যে ওখানে ফেলে রেখে যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Link copied!