• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দেশে ওমিক্রনে সংক্রমিত রোগীর সংখ্যা ২০


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১১:৫৫ এএম
দেশে ওমিক্রনে সংক্রমিত রোগীর সংখ্যা ২০

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরনে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত দেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে ওমিক্রনে সংক্রমিত এই রোগী শনাক্ত হয়েছেন।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য পাওয়া গেছে।

জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ওমিক্রন শনাক্ত হওয়া ২০ রোগীই ঢাকা বাসিন্দা।

১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তারা অবশ্য এরই মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

বর্তমানে দেশে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। 

নমুনা পরীক্ষা, শনাক্ত রোগীর সংখ্যা, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার—সবই বাড়ছে।

এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, সংক্রমণ আরও বাড়বে।

এদিকে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে কমপক্ষে এক ডোজ করোনার টিকা দেওয়া থাকতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

Link copied!