• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

দেশে এলো সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০১:৫২ এএম
দেশে এলো সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টায় টিকা বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া  রাত ১টার দিকে এসে পৌঁছায় আরও ১০ লাখ ডোজ টিকা।

অন্যদিকে রাত ৩টার দিকে এসে পৌঁছাবে আরও ১০ লাখ ডোজ টিকা।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. মো. শামসুল হক বলেন, “আজ মোট ৩০ লাখ ডোজ আসবে। এর মধ্যে ১০ লাখ ডোজ রাত ১০টায় ও আরও ১০ লাখ ডোজ রাত ১টা ঢাকায় এসে পৌঁছেছে। বাকি ১০ লাখ রাত ৩টায় এসে পৌঁছাবে।

গত ২ জুলাই বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে। এর পরের দিন আরও ১০ লাখ, সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে সিনোফার্মের কাছ থেকে কেনা আরো ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৬০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ টিকা ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!