• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দেশের প্রবৃদ্ধির হারও এখন ভালো : স্বাস্থ্যমন্ত্রী 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০২:৫৭ পিএম
দেশের প্রবৃদ্ধির হারও এখন ভালো : স্বাস্থ্যমন্ত্রী 
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো আছে। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে খুবই সফলতা দেখিয়েছে। দেশের প্রবৃদ্ধির হারও এখন অনেক ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২০ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ওরাল হেলথ দিবসে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনা পরীক্ষায় প্রথম দিকে একটি মাত্র ল্যাব ছিল। আর এখন সাড়ে ৮০০ ল্যাব হয়েছে। করোনা নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে টিকা। ইতোমধ্যে করোনা নিয়ন্ত্রণে দেশে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া টিকার বিশেষ ক্যাম্পেইন চলমান রয়েছে। যারা টিকার বিরোধিতা করেছিলেন, তারাও টিকা নিয়েছেন। এই মাসের মধ্যে ২৫ কোটি ডোজ টিকা দেয়া হয়ে যাবে। সেই সঙ্গে চলতি মাসে চলমান বিশেষ ক্যাম্পেইনে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এছাড়া দাঁতের চিকিৎসায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগের তুলনায় এখন ডেন্টাল চিকিৎসার প্রসার বেড়েছে। সরকারি কলেজে এক হাজার ২০০ ডেন্টাল কলেজে সিট বাড়ানো হয়েছে। প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে, ডেন্টাল ইউনিভার্সিটি করতে চেষ্টা করব। আধুনিক ডেন্টাল ইন্সটিটিউট করার উদ্যোগ নেব।”

এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবে মিল্লাতসহ, ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক আবুল কাসেম প্রমুখ।

Link copied!