• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই: তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৩:৩৯ পিএম
দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “আমাদের সম্মিলিত লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানো।”

শুক্রবার (২৬ নভেম্বর) জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ‘জেসিআই টয়োপ-২০২১’ বিশেষ তরুণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। কক্সবাজারের ইনানী সৈকতে একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, “আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমাদের স্বপ্ন হচ্ছে ২০৪১ সালে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে থাকবে না কোনো দারিদ্র্য।”

হাছান মাহমুদ বলেন, “আমাদের তরুণ উদ্যোক্তারা নৈতিক নেতৃত্বের দুর্দান্ত উদাহরণ তৈরি করে আসছে। ব্যবসা, বৈজ্ঞানিক প্রচেষ্টা বা সমাজে তাদের কার্যক্ষেত্র যা-ই হোক না কেন, এই তরুণরা স্থানীয় এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করে চলেছে। এই তরুণদের হাত ধরেই আমরা স্বপ্নের দেশ বাস্তবায়ন করতে চাই।”

আমাদের তরুণদের মধ্যে ‘ইলেকট্রো-ম্যাগনেটিক ফোর্স’ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “তরুণরাই সম্মিলিতভাবে কাজ করে আগামীর বাংলাদেশ তৈরি করবে।”

তিনি তরুণদের প্রতি মানবিক মূল্যবোধ চর্চা এবং মানবিকতার চর্চা করার আহ্বান জানান।

জেসিআই বাংলাদেশ প্রতিবছর ৪০ বছরের কম বয়সী ১০ জন বিশেষ তরুণকে সম্মাননা দিয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও ১০ জন আউট স্ট্যান্ডিং তরুণকে পুরস্কার প্রদান করেছে। প্রথমবারের মতো কক্সবাজারে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেসিআই জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এরফান হক ও লিসা জাহান, জাতীয় মহাসচিব রুমানা চৌধুরী, জাতীয় সহসভাপতি মাহমুদ-উন-নবী প্রমুখ।

Link copied!