• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দেবরের হাতে খুন প্রবাসীর স্ত্রী


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ১২:৫৬ পিএম
দেবরের হাতে খুন প্রবাসীর স্ত্রী

সাভারের আশুলিয়ায় মারুফা বেগম নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মারুফার গ্রামের বাড়ি পিরোজপুরে। তার স্বামী আল আমিন কুয়েতপ্রবাসী। মারুফা বেগম চার বছরের এক সন্তান নিয়ে নরসিংহপুর ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতর স্বজন আসমা বেগম জানান, মারুফার চাচাতো দেবর প্রতিদিন দুপুরে খেতে আসত। তবে বুধবার দুপুরে খেতে এলে মারুফার সঙ্গে ঝগড়া হয় তার দেবরের। এরপর কোনো এক সময় মারুফাকে গলা টিপে হত্যা করে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা টিপে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Link copied!