• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দুই দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০১:০১ পিএম
দুই দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বাসে হাফ পাস ভাড়া ও এ বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর বকশীবাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীরা জানান, প্রথম দাবি ছিল বদরুন্নেসার শিক্ষার্থীকে লাঞ্ছনাকারী ঠিকানা পরিবহনের চালক ও সহকারীকে গ্রেপ্তার ও তাদের বিচার। তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সারা দেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবি করেন তারা। গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করারও দাবি করেন শিক্ষার্থীরা। 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সরকারকে উদ্যোগ নিয়ে হাফ ভাড়া কার্যকর করতে হবে। প্রতিদিন শিক্ষার্থীরা বাসশ্রমিকদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে ঝগড়া করতে পারবে না। হাফ ভাড়া শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। ২৫ নভেম্বরের মধ্যে এই দাবি মেনে না নিলে ২৫ তারিখ সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!