সাভারে তুরাগ নদে ভেসে এসেছে প্রায় ৫ ফুট লম্বা মৃত শুশুক।
সোমবার (৩ জানুয়ারি) সকালে সাভার উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম মৃত ওই শুশুকে গাঙ্গের শুশুক বলে নিশ্চিত করেছে।
এর আগে রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার বাজারঘাট এলাকায় জেলেরা মৃত শুশুকে ভাসতে দেখে জাল ফেলে তীরে উঠিয়ে আনেন।
বাজারঘাট এলাকার স্থানীয় মোহাম্মদ আলী জানান, সন্ধ্যায় হঠাৎ করে নদীতে ওই শুশুকে ভাসতে দেখে জেলেরা জাল ফেলে। পরে তীরে উঠিয়ে আনলে শুশুকে দেখতে অনেক লোক ভিড় করে।
এ বিষয়ে সাভার উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এটি গাঙ্গের শুশুক। সাধারণত পদ্মা বা যমুনাতে এ ধরনের শুশুক থাকে। হয়তো ভুল করে শুশুকটি তুরাগে এসেছিল।
তবে এটির মৃত্যুর কারণ নিশ্চিত ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা গবেষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃত শুশুকে তাদের ল্যাবে পাঠানো হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।