• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তুরস্কের চেয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে : তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০২:২৩ পিএম
তুরস্কের চেয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে : তথ্যমন্ত্রী

তুরস্কের চেয়ে কোনো অংশে বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই। নারী এখন ডিসি, ডিআইজি, বড় বড় পত্রিকার সম্পাদক। প্রাইভেট সেক্টরগুলোতে নারীরা অনেক ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। বিরোধীদলীয় নেতাও নারী। গত ১৩ বছরে নারীদের যেই অগ্রগতি হয়েছে, এটি পৃথিবীতে উদাহরণ। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের অবদান অসামান্য।”

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “গার্মেন্টস পণ্য যারা উৎপাদন করে তাদের অধিকাংশই নারী। প্রায় ৫০ থেকে ৬০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কর্মরত।  যত কাজ হয় পৃথিবীতে তার ৭০ ভাগ কাজ করে নারী। নারীর অগ্রগতির মধ্যে দিয়েই সমাজ ও দেশের উন্নয়ন হয়। আমাদের দেশের নারীরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। সাংবাদিকতায় নারীরা আজকে যেভাবে এগিয়ে আসছে, কয়েকজন নারী যখন ক্যামেরা নিয়ে ছুটোছুটি করে তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তবে এ ক্ষেত্রে প্রাইভেট চ্যানেলের অবদান অনেক। দেখা যায় প্রাইভেট চ্যানেলে বহু নারী রিপোর্টার ভালো প্রতিবেদন করেন। বর্তমানে প্রায় ৩৬টি প্রাইভেট চ্যানেল রয়েছে। অনেক বড় পত্রিকার সম্পাদক এখন নারী।”  

ড. হাছান মাহমুদ বলেন, “যেসব দেশে নারীরা পিছিয়ে, তারা অর্থনৈতিক দিক দিয়েও পিছিয়ে আছে। আজকের নারীরা আরও এগিয়ে যেতে পারত যদি বিগত সরকার নারীদের নিয়ে কাজ করত। সব ক্ষেত্রে এই সরকার নারীদের অগ্রগতির জন্য কাজ করছে। বাংলাদেশে মাথাপিছু আয় প্রায় সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নারী প্রগতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।”

তথ্যমন্ত্রী আরও বলেন, “দ্রব্যমূল্য করোনার কারণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকার সেই মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছে। আর যারা অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। মির্জা ফখরুল ইদানীং দ্রব্যমূল্য নিয়ে কথা বলছেন। তারা বলছেন, দেশে দুর্ভিক্ষ চলছে। দেশের মানুষ কেউ না খেয়ে নেই। এসব বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।” 

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহফুজা জেসমিন। অনুষ্ঠানে সাবেক ডাকসুর প্রথম নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানমকে সম্মাননা পদক প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী, সাবেক ডাকসুর প্রথম নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা।

Link copied!