• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

তিতাসের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:৪৩ পিএম
তিতাসের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপব্যবস্থাপকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক নুরুল হুদা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

তারা হলেন তিতাসের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, পার্সেল শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান, করপোরেট বিভাগের মহাব্যবস্থাপক মাহামুদুর রব এবং করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবুবকর সিদ্দিকুর রহমান।

এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) তিতাসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

গত ২৩ আগস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাদের ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়।

এর আগে একই অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলামসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদকের উপপরিচালক নুরুল হুদা অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!