• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে নামতে পারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৯:১৪ পিএম
তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে নামতে পারে

সারা দেশে শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছে। চলতি মাসে তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে নামতে পারে। শনিবার (১ জানুয়ারি) আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মো. আজিজুর রহমান বলেছেন, চলতি মাসে দুই থেকে তিনটি হালকা (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ও দুটি মাঝারি থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেছেন, “মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড় ও মৌলভীবাজারের ওপর দিয়ে। এটি আরও বৃদ্ধি পেতে পারে। আগামী সোমবার নাগাদ রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে।”

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে চলতি মাসে। বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার (১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!