আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে এ তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়বিদ মো. শাহীনুল ইসলাম।
শাহীনুল ইসলাম বলেন, “বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে। জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত শীত থাকবে। ফেব্রুয়ারি থেকে গরম শুরু হতে পারে।”
এই আবহাওয়বিদ আরও জানান, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।