• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৬:৪১ পিএম
ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী 
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদকে বহনকারী বিমানটি মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৫টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এরপর বিমানবন্দর থেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চলে যান হোটেল সোনারগাঁওয়ে। বিশ্রাম শেষে রাত আটটায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

এছাড়া বুধবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁওয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। পৌনে ১১টায় মিডিয়া ব্রিফিং।

এছাড়াও ওইদিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পরে বিকাল ৩টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

Link copied!