• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় সব ওয়ার্ডে টিকাদান শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৮:৪০ এএম
ঢাকায় সব ওয়ার্ডে টিকাদান শুরু

রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে তিন দিনের কোভিড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান চলবে।

সোমবার (২২ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শামসুল হক জানান,  এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে নেওয়া যাবে দ্বিতীয় ডোজ।

ডা. শামসুল হক জানান, ১৬ থেকে ১৯ নভেম্বর ঢাকার কড়াইল বস্তি এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হয়। ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিটি করপোরেশনের নিম্ন আয়ের এলাকাগুলোয় টিকা দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ড রয়েছে। সব ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষকে ওয়ার্ডভিত্তিক একটি করে কেন্দ্র স্থাপন করে টিকা দেওয়া হবে বলে জানান শামসুল হক।

ডা. শামসুল হক আরও বলেন, “কারও জাতীয় পরিচয়পত্র না থাকে, তাহলে তিনি কাউন্সিলরের কাছ থেকে নেওয়া সার্টিফিকেট অথবা জন্মনিবন্ধন ব্যবহার করতে পারবেন। এটার পরেও আরেকটা সুবিধা রয়েছে, সেটা হলো কার্ড দিয়ে আমরা টিকা দিয়ে দেব। পরে তিনি রেজিস্ট্রেশন করে তার সার্টিফিকেট তুলে নিতে পারবেন। বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবে। তাদের জন্য টিকাদান কেন্দ্রেই নিবন্ধনের ব্যবস্থা থাকছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশপত্র দিয়েও টিকা নেওয়া যাবে।”

Link copied!