• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ঢাকায় এলো অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৭:১৫ পিএম
ঢাকায় এলো অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ টিকা

জাপান থেকে করোনারোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা ঢাকায় এসেছে।

শনিবার বেলা ৩টার দিকে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগুলো এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, “শনিবার বিকেল ২টা ৫০ মিনিটিকে টিকাবাহী বিশেষ বিমান দেশে আসছে। এই বিমানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা রয়েছে।”

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এই টিকা কেন্দ্রীয় ইপিআই স্টোরের ওয়াক ইন কুলার রুমে সংরক্ষণ করা হবে।

বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান।

Link copied!