চলতি বছর আগস্টের মাত্র ৯ দিনেই ২ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১০ জন। এদের মধ্যে ১৮১ জনই ঢাকার আর ঢাকার বাইরে ২৯ জন।
এর আগে জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে। সংখ্যায় ২ হাজার ২৮৬ জন। এটি এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ শনাক্ত।
সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৮৬৩ জন, আর বাকি ৬৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৮০৮ জন।
এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।