• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৬:৫৯ পিএম
ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে নতুন আরও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে সাতজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন চারজন। 

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় সরকারি হাসপাতালে একজন ও বেসরকারি হাসপাতালে ছয়জন ডেঙ্গুরোগী ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বাকি চারজন।

এতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে। মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে এসময়ে মারা গেছেন ১০৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১৬৩ জন।

এছাড়াও চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ১০৪ জনের মৃত্যু হয়। 

Link copied!