• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৩:১১ পিএম
ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।

ডিএমপির দেওয়া তথ্যে জানা যায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতোয়ালী) সাখাওয়াত হোসেন সেন্টুকে ট্রাফিক-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট জোন) হিসেবে, ডিএমপির সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার মান্না দে’কে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও সদর দপ্তরের রতন কান্তি রায়কে এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!