ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৬৭৫টি কেন্দ্রে আগামী শনিবার গণটিকা কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ওয়ার্ডে ৯টি করে কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হতে যাওয়া এই কার্যক্রমে মোট তিন লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে আগামী শনিবার সরকার সারা দেশের এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরপর টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম কিছুটা শিথিল করা হবে। তখন দ্বিতীয় ও তৃতীয় ডোজ প্রয়োগে জোর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, আগামী ২৬ ফেব্রুয়ারির পর টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তাই সাময়িকভাবে প্রথম ডোজে দৃষ্টিপাত একটু কম থাকবে। তবে এ প্রথম ডোজ চলমান থাকবে।
এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি আমরা নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ টিকা দেওয়া হবে। আমাদের হাতে এখনও দশ কোটি ডোজ টিকা রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।