• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না: হাইকোর্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১২:৪১ পিএম
ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না: হাইকোর্ট

নিজস্ব ভূমি না থাকায় খুলনায় পুলিশ কনস্টেবল নিয়োগের সব পরীক্ষায় প্রথম হয়েও মীম আক্তারের চাকরি না হওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মন্তব্য করে বলেন, “ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না।” এ বিষয়ে খোঁজ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও নির্দেশ দিয়েছেন আদালত।

এই বিষয়ে পুলিশ কর্মকর্তা বলছেন, “পুলিশ হেড কোয়ার্টারকে সার্বিক বিষয় জানানো হয়েছে। সরকারের সঙ্গে আলোচনা চলছে। সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে।”

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, মেডিকেলের সবশেষ পরীক্ষায় আনফিট হয়েছিলেন মীম। তিনি তার স্থায়ী ঠিকানার বিষয়ে তথ্য গোপন করেছিলেন।

এদিকে মীমের পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছে খুলনা জেলা প্রশাসন। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সঙ্গে মীমের বাবা রবিউল ইসলাম দেখা করেন এবং কাগজপত্র দেন।

খুলনা জেলা প্রশাসক বলেন, “স্থায়ী ঠিকানা নেই বলে মীম চাকরি পাচ্ছে না। খবর নিয়ে দেখলাম বিষয়টি সত্যি। যাদের ঘর নেই এবং জমি নেই, প্রধানমন্ত্রীর উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প আছে, সেখান থেকে তাদের পুনর্বাসন করার সুযোগ আছে। আমরা ওই প্রকল্পের আওতায় তাদের ঘর বানিয়ে দেব।”

খুলনা জেলা পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফলে মেধাক্রমে প্রথম হন মীম আকতার। কিন্তু স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশ প্রতিবেদন তার বিপক্ষে যায়। যার কারণে চাকরি থেকে বাদ পড়েন মীম।

Link copied!