রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে পণ্য বিক্রি শুরু হয়। এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল’ বন্ধ থাকবে। সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।
একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি ও ২ কেজি ডাল কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।