• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৯:২৭ পিএম
ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার (২৮ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।

আফরোজা বলেন, ‍“তাপমাত্রা রোববারের তুলনায় আজ (সোমবার) একটু কম থাকবে। সারা দেশের তাপমাত্রাতেই একটু কমতি থাকবে।”

একইসঙ্গে গতকাল (রোববার) ও আজ দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমবে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আফরোজা সুলতানা আরও বলেন, “দেশের আটটি বিভাগের মধ্যে ছয় বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে।”

এর আগে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!