• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

‘ঝুমন দাশকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৯:১৮ পিএম
‘ঝুমন দাশকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক’
লেখক ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল

অবিলম্বে ঝুমন দাশের নিঃশর্ত মুক্তি চাইলেন লেখক ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’-এর ব্যানারে ঝুমন দাশের মুক্তির দাবিতে এক মানববন্ধনে সংহতি প্রকাশ করে সুলতানা কামাল এ দাবি জানান।

মানবাধিকারকর্মী আরও বলেন, “ঝুমন দাশ কোনো অপরাধ করেনি। ঝুমন দাশের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোভাবেই প্রমাণিত হয়নি। আমি জামিনের জন্য আবেদন জানাবো না। একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, ঝুমন দাশকে অবশ্যই নিঃশর্তে মুক্তি দেওয়া হোক এবং সেটার জন্য যদি আরও দূর যেতে হয় সেটাও আমরা করব।

ঝুমন দাশের মুক্তির জন্য যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস জানিয়ে সুলতানা কামাল আরও বলেন, “আমি আশা করব, ঝুমন দাশের সঙ্গে যারা আছেন তারা যথাযথ আইনি পদক্ষেপ নিবেন। ব্যক্তিগতভাবে মানবাধিকারকর্মী হিসেবে সচেতন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এটার সঙ্গে সংহতি প্রকাশ করছি। যেকোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন সেটা দেওয়ার জন্য আমি প্রস্তৃত আছি।”

লেখক প্রকাশক রবীন আহসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঝুমন দাশের স্ত্রী সুইটি রাণী দাশ, বাংলাদেশ যুব উন্নয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাছুম, নির্মাতা অপরাজিতা সঙ্গীতা, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতুসহ বিভিন্ন সংস্কৃতিককর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!