জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
ডেপুটি অ্যাটর্নি জেনারে বলেন, “সকালে হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে আসেন জি কে শামীমের মা আয়েশা আকতার। আদালত আগাম জামিন না দিয়ে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার মতে, আসামি এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫০০ একান্ন টাকা নিজেদের ভোগ দখলে রাখায় দুদকের উপপরিচালক মো. সালাহ উদ্দিন ২১ অক্টোবর মামলা দায়ের করেন।