• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তৈমূরকে অব্যাহতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০১:৩৪ পিএম
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তৈমূরকে অব্যাহতি

দলীয় সিদ্ধান্ত না মেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তৈমূর আলম খন্দকারকে। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফোরামের দপ্তরের দায়িত্বে থাকা আইনজীবী মো. আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তৈমূরের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় ২৬ ডিসেম্বর তৈমূর আলমকে নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয় দলটি। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তৈমূরকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্যসচিব করে নারায়ণগঞ্জ জেলা কমিটি করা হয়েছিল।

রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৈমূরকে দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকেও অব্যাহতির বিষয়টি জানান।

Link copied!