• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০২:৪৭ পিএম
ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারীর
ফাইল ছবি

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি ভবনের দুইতলা থেকে পড়ে সুবর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৩ জনুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সুবর্ণাকে ভর্তি করা মোহাম্মদ আসাদ জানান, ওই বাসায় দ্বিতীয় তলার ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আসাদ আরও জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। বর্তমানে, উত্তর বাড্ডায় ভাড়া থাকতেন।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!