• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০১:০৫ পিএম
ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর সবুজবাগে বাড়ির পাশের দোকানের অগ্নিকাণ্ডের দৃশ্য দেখতে গিয়ে ৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রোমানা বেগম (৪০)।

নিহতের বাবা দ্বীন ইসলাম জানান, সবুজবাগের শাহিবাজারে রোববার ভোর ৪টায় একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। সেই আগুন লাগার দৃশ্য দেখতে অন্যদের সঙ্গে ছাদে ওঠেন রোমানা বেগম। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সকালের দিকে সবুজবাগে একটি আটতলা ভবন থেকে এক নারী পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ৬টায় মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সবুজবাগ থানাকে জানানো হয়েছে।

Link copied!